১। প্রশাসনিক মন্ত্রণালয়কে শিল্প কারখানা ও অন্যান্য প্রতিষ্ঠানসমূহে বিদ্যমান বয়লার সংক্রান্ত আইন কানুন বিষয়ে পরামর্শ প্রদান করা।
২। বয়লার ব্যবহারকারী বা সত্ত্বাধিকারীদের বয়লারের কারিগরি নক্সা, ডিজাইন পরীক্ষণ ও সুষ্ঠুভাবে রক্ষণাবেক্ষনের পরামর্শ ও সংশ্লিষ্ট বিষয়ে অনুমোদন প্রদান করা।
৩। বয়লারে ব্যবহৃত পানি বিশুদ্ধকরণ ও বয়লার স্কেলমুক্ত রাখা সম্বন্ধে প্রয়োজনীয় উপদেশ প্রদান করা এবং সরকারী নির্দেশ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ না করলে আইনগত ব্যবস্থা নেওয়া।
৪। দুর্ঘটনামুক্ত রাখার জন্য বয়লারের কার্যকরী বাষ্প চাপ নির্ধারণ করা।
৫। বয়লার আমদানীর পূর্বে উহার ডিজাইন, নক্সা, কারিগরী স্পেসিফিকেশন, বৃত্তান্ত, যথাযথ কর্তৃপক্ষের সার্টিফিকেট ইত্যাদি পরীক্ষা নিরীক্ষা করা ও ছাড়পত্র প্রদান করা।
৬। স্থাপিত বয়লার পরিদর্শনপূর্বক ব্যবহারকারীদেরকে তাহাদের করণীয় বিষয়সমূহ সম্পর্কে পরামর্শ প্রদান ও রেজিষ্ট্রেশন প্রদান।
৭। বাৎসরিক ভিত্তিতে বয়লার খোলা ও পূর্ণাঙ্গ পরিদর্শন/জলীয় চাপ পরীক্ষণের মাধ্যমে বয়লারের তথা কারখানার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং প্রয়োজনে মেরামত সংক্রান্ত নির্দেশনা প্রদান।
৮। চালু বয়লারের ষ্টীম টেষ্টকরণ।
৯। আনরেজিষ্টার্ড বয়লার সনাক্তকরণ ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা।
১০। কোন দুর্ঘটনা ঘটলে উহার কারণ অনুসন্ধান ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ।
১১। বয়লার রেজিষ্ট্রেশন, পরিদর্শন, ড্রইং পরীক্ষণ বাবদ নির্ধারিত ফিস ট্রেজারী চালানোর মাধ্যমে আদায়করণ।
১২। বয়লার পরিচারকদের পরীক্ষার নির্ধারিত ফিস ট্রেজারী চালানের মাধ্যমে আদায়করণ।
১৩। বয়লার পরিচারক বিধিমালা মোতাবেক বয়লার পরিচারকদের পরীক্ষা গ্রহণ ও কৃতকার্যদের সনদপত্র প্রদান।
১৪। আপডেটেড টেকনিক্যাল ষ্টান্ডার্ড অনুযায়ী বয়লারের ডিজাইন, কনষ্ট্রাকশন, টেষ্টিং এবং পরিদর্শন বিধিমালা তৈরী করার বিষয়ে বয়লার বোর্ডের কার্যক্রম চালু রাখা এবং এর জন্য প্রশাসনিক মন্ত্রণালয়কে সাহায্য সহযোগিতা করা ও প্রয়োজনীয় উপদেশ প্রদান।
১৫। স্থানীয়ভাবে তৈরী বয়লারের প্রস্তুতকালীন সময়ে পরিদর্শন কর্তৃপক্ষ হিসেবে কাজ করা ও প্রয়োজনীয় সার্টিফিকেট প্রদান।